• Bandhan Express: কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা
    আজকাল | ২৯ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলা বন্ধন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড।

    রবিবার বিকেলের দিকে বাংলাদেশের খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসে ট্রেনট্রি সীমান্ত পার করে ভারতীয় অংশে প্রবেশ করার পর হাবড়া স্টেশনে ঢোকার ঠিক আগেই হঠাৎ করে পিছনের কামরা থেকে আগুন বের হতে থাকে। এরপরই দ্রুততার সাথে ট্রেনটিকে থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেলের কর্মকর্তারা। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    রেল সুত্রে খবর, বিকেল পাঁচটা নাগাদ কলকাতা-খুলনা এক্সপ্রেসের পিছনের বগিতে গার্ডের ইঞ্জিন কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে। তড়িঘড়ি ট্রেনটি হাবড়া স্টেশনে দাঁড় করানো হয়। 

    আগুনের খবর পেয়ে দ্রুত রেলের কর্মকর্তা ও প্রকৌশলীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আধাঘণ্টা হাবরা স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি কলকাতা স্টেশনের উদ্দেশে রওনা দেয়। 

    প্রাথমিক অনুমান চাকার ব্রেকশু থেকে আগুন লাগে। ট্রেনটি হাবড়া স্টেশনে ঢুকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। 
  • Link to this news (আজকাল)