• তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিসেপ তাইয়েপ এরদোগান
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • আনকারা, ২৯ মে: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের তুরস্কের প্রেসিডেন্টের কুর্সিতে রিসেপ তাইয়েপ এরদোগান। আজ সোমবার, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। তাতে দেখা গিয়েছে, প্রতিদ্বন্দী কেমাল কিলিচদারোগলুর থেকে মাত্র ৪ শতাংশ বেশি ভোট পেয়েছেন এরদোগান। তাঁর প্রাপ্ত ভোট ৫২.১২ শতাংশ ও কিলিচদারোগলুর পেয়েছেন ৪৭.৮৮ শতাংশ ভোট। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হেসেছেন এরদোগানই। তৃতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। আপাতত ২০২৮ অবধি তুরস্কের প্রেসিডেন্ট থাকছেন তিনিই। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে বিজয় মিছিল করতে দেখা গিয়েছে এরদোগানের সমর্থকদের। তুরস্কের রাজধানী আনকারাতে উল্লাসে ফেটে পড়েছেন এরদোগান পন্থীরা। যদিও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জনাদেশ এরদোগানের বিরুদ্ধে যাবে বলে অনুমান করেছিল তুরস্কের রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ তাঁর বিরুদ্ধে একাধিক অস্ত্র ছিল বিরোধী শক্তির হাতে। বর্তমানে তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তুরস্ক। তাই রাজনৈতিক মহলের অনুমান ছিল হয়তো এবারে আর ক্ষমতায় ফিরতে পারবেন না এরদোগান। কিন্তু দীর্ঘ দু’দশক ধরে ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোগানকেই ফের প্রেসিডেন্ট পদে বেছে নিয়েছে তুরস্কের মানুষ। নির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই বিশ্বের নানা রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন এরদোগানকে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
  • Link to this news (বর্তমান)