• সাপে কামড়ানো শিশুকে হাসপাতাল অবধি না পৌঁছে মাঝপথেই নামিয়ে দেল অ্যাম্বুলেন্স
    বর্তমান | ২৯ মে ২০২৩
  • ভেলোর, ২৯ মে: অমানবিকতার চরম নির্দশন। সাপে কামড়ানো শিশুকে হাসপাতাল অবধি না পৌঁছে দিয়ে মাঝপথেই নামিয়ে দিল অ্যাম্বুলেন্স চালক। সন্তানের প্রাণ বাঁচানোর তাগিদে পায়ে হেঁটে হাসপাতালে গেলেও শেষরক্ষা করতে পারলেন না অভিভাবকরা। এমনই দুঃখজনক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায়। ওই জেলার বাসিন্দা বিজয় ও প্রিয়ার ১৮ মাসের সন্তান ধানুষ্কাকে বিষধর সাপে কামড়ায়। এলাকায় ভালো চিকিৎসক নেই বলে বাড়ি থেকে সামান্য দূরে একটি হাসপাতালে ওই শিশুটিকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া করেন বিজয়। কিন্তু মাঝপথে হাসপাতাল থেকে প্রায় ১০ কিমি দূরে অ্যাম্বুলেন্স থেকে তাঁদের নামিয়ে দেয় চালক। ওই অ্যাম্বুলেন্স চালক অজুহাত দেখায় হাসপাতাল অবধি যাওয়ার জন্য পর্যাপ্ত রাস্তা নেই। অগত্যা সন্তানকে বাঁচানোর জন্য পায়ে হেঁটেই হাসপাতালে নিয়ে যায় বিজয় ও প্রিয়া। কিন্তু ততক্ষণে সবশেষ। সাপের বিষ দ্রুত ওই শিশুটির শরীরে ছড়িয়ে পড়ে। ও সেই কারণেই মৃত্যু হয় তার। চিকিৎসকেরা অটোপসি টেস্ট করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)