• কর্ণাটক মন্ত্রিসভায় ঠাঁই হয়নি দাদুর, আবদার করে রাহুল গান্ধীকে ?মিষ্টি? চিঠি নাতনির!
    প্রতিদিন | ২৯ মে ২০২৩
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই ভোটে জিতে কর্ণাটকের শাসনক্ষমতার ভার কাঁধে তুলে নিয়েছে কংগ্রেস (Congress)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়েছে। কিন্তু তাতে ঠাঁই পাননি বর্ষীয়ান বিধায়ক টিবি জয়চন্দ্র। তা নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। এই অবস্থায় দাদুকে শান্ত করতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) কাছে চিঠি লিখল নাতনী! ছোট্ট মেয়ের আবদার, দাদুকে মন্ত্রী করে দেওয়ার। যদিও দলের তরফে এ নিয়ে এখনও কোনও মতামত জানানো হয়নি।

    শনিবার বেঙ্গালুরুর অনুষ্ঠানে শপথ নিয়েছেন কর্ণাটকের (Karnataka)মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অন্যান্য মন্ত্রীরাও শপথ নিয়েছেন। তবে বাদ পড়েছেন বর্ষীয়ান বিধায়ক টিবি জয়চন্দ্র। দাদুকে মন্ত্রী পদে দেখতে চেয়ে এবার রাহুল গান্ধীকে চিঠি লিখল তাঁর ছোট্ট নাতনি। সে লিখেছে ? ?প্রিয় রাহুল গান্ধী, আমি টিবি জয়চন্দ্রের নাতনি। আমার খারাপ লাগছে যে দাদু এবার মন্ত্রী হতে পারেনি। আমি চাই, দাদু মন্ত্রী হোক। কারণ, তিনি দয়ালু, পরিশ্রমী আর খুব যোগ্য।? পেন্সিলে এটুকু লিখে নিচে সে নিজের নাম লিখেছে ? অর্না সন্দীপ।
  • Link to this news (প্রতিদিন)