• Bayron Biswas join TMC: বিরোধীদের ?সাগরদিঘি মডেলে? বড় ধাক্কা, অভিষেকের হাত ধরে তৃণমূলে বায়রন বিশ্বাস
    প্রতিদিন | ২৯ মে ২০২৩
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: বিরোধীদের সাগরদিঘি মডেলে বড় ধাক্কা। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas)। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ?নবজোয়ার? কর্মসূচির ক্যাম্পে কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সাগরদিঘির কংগ্রেস (Congress) বিধায়ক।

    মার্চের শুরুতেই মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। এর তিন মাসের মধ্যেই হাত ছেড়ে ?জোড়াফুলে? এলেন তিনি। কিন্তু কেন এই দলবদল?  প্রসঙ্গে সাগরদিঘির বিধায়ক জানিয়েছেন, ?রাজ্যের উন্নয়নে শামিল হতে, নিজের কেন্দ্রের উন্নয়নের জন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।? 

    এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের খোঁচা দিয়েছেন। তাঁর কথায়, ?বিরোধীদের সাগরদিঘি মডেল ব্যর্থ। তৃণমূলের নিজের কিছু ভুলে সাগরদিঘিতে হার হয়েছিল। এতে বিরোধীদের উচ্ছ্বসিত হওয়ার কিছু ছিল না। কংগ্রেসের জয়ের পর যারা আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তাঁরা এবার শোকসভা করুন। রাজ্যের উন্নয়নের জন্য বায়রন তৃণমূলে যোগ দিলেন।? যদি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, বায়রনকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। 
  • Link to this news (প্রতিদিন)