• তিন মাসের মধ্যে ডিগবাজি বাইরনের, মুখ খুললেন সাগরদিঘির কংগ্রেস কর্মীরা
    এই সময় | ২৯ মে ২০২৩
  • ''সাগরদিঘির কথা ভেবেই তৃণমূলে যোগদান'', দল বদল করে প্রথম প্রতিক্রিয়ায় জানালেন সাগরদিঘি বিধায়ক। এদিকে বাইরনের দলত্যাগে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সাগরদিঘিতে। বাইরন বিশ্বাস দলত্যাগ করায় ক্ষিপ্ত কংগ্রেস মহল। বাইরনকে একযোগে বিশ্বাসঘাতক হিসাবেই চিহ্নিত করে ক্ষোভ উগরে দেয় কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি কংগ্রেস কর্মীদের দাবি, অরাজনৈতিক ব্যক্তিত্ব বাইরন কংগ্রেস ত্যাগ করায় কংগ্রেসের কোন ক্ষতি হবে না। বাইরনকে পরিচিতি দিয়েছে কংগ্রেস।

    সামশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ''সামশেরগঞ্জে যারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছে তারা বাইরনকে দেখে আসেনি। ফলে সামশেরগঞ্জে যেভাবে তৃণমূল ভাঙছিল সেভাবেই ভাঙবে।'' জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ''বাইরন কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস সমর্থকরা, সবাই এটা জানে। ফলে বাইরন চলে গেলেও কংগ্রেস সমর্থকরা কেউ কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেবে না।'' সাগরদিঘির কংগ্রেস নেতা ইমামূল হক বলেন, ''সাগরদিঘির মানুষ বাইরনকে দেখে নয় কংগ্রেসের প্রতীক আর অধীর চৌধুরীকে দেখেই ভোট দিয়েছে। তারা সবাই কংগ্রেসের সঙ্গেই আছে।''

    সাগরদিঘি বিধানসভার উপ নির্বাচনে কংগ্রেসের জয় রাজ্য রাজনীতির সমীকরণই বদলে দিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে বাম কংগ্রেস জোট আরও মজবুত হতে শুরু করেছিল। বিরোধীরা কার্যত অধীর চৌধুরীর নেতৃত্বে স্বপ্ন দেখতে শুরু করেছিল। যা শাসক শিবিরে কম্পন ধরিয়েছিল। ফের পাশা বদল। বিধানসভায় কংগ্রেসকে শূন্য করে একমাত্র প্রতিনিধি বাইরন বিশ্বাসকে দলে টেনে নিল ঘাসফুল শিবির। অধীর সহ কংগ্রেস শিবির বাইরনের দলত্যাগকে বিশ্বাস ঘাতকতা হিসাবেই দেখছে।যদিও অধীর চৌধুরী বলেন, ''নানা প্রলোভন, নানা ছল করেই বাইরনকে দলে টানা হয়েছে। কিন্তু কংগ্রেস তাদের ক্ষমতা প্রমাণ করে দিয়েছে সাগরদিঘি উপ নির্বাচনে। কংগ্রেস প্রমাণ করে দিয়েছে, তৃণমূল অপরাজেয় নয়।''

    বহুদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল। কিন্তু, কেউ বিশ্বাসের জায়গায় মেনে নেয়নি। অবশেষে সবার সব অনুমান ভুল প্রমাণ করে তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন বাইরন বিশ্বাস। নিজের গড়ে ফের শূন্যের তকমা গায়ে পড়ল হাত শিবিরের। ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি। সোমবার ঘাটালের এক জনসভায় অভিষেকের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন প্রদেশ সভাপতির অন্যতম আস্থাভাজন বাইরন বিশ্বাস। শুধু তৃণমূল কংগ্রেসে যোগ নয়, এই দলবদল পঞ্চায়েতের আগে কংগ্রেসের মজবুত ভীতে তীব্র ধাক্কা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (এই সময়)