• 'আমার সঙ্গী একজনই!' পদোন্নতিতে ঘোষণাপত্রে সই, বিতর্ক
    এই সময় | ২৯ মে ২০২৩
  • পদোন্নতি চাওয়া বা না-চাওয়া, দু'ক্ষেত্রেই জানাতে হবে, প্রত্যেকের এক জন স্বামী অথবা স্ত্রী আছে। সই করলে তবেই পদোন্নতি হবে। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতরের একটি নির্দেশিকায় ৬৪ জন যুগ্ম বিডিও-কে WBCS-2021 ক্যাডার পদে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই পদোন্নতি নিতে তাঁরা আগ্রহী কি না, সেটা তাঁদের ঘোষণাপত্রে সই করে জানাতে হবে বলেই জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, যাঁরা এই পদে যোগ দিতে ইচ্ছুক নন, তাঁদেরও সেটা জানাতে হবে একই পদ্ধতিতে। তবে ওই একটি 'শর্ত' নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সরকারি প্রায় সবস্তরেই প্রশ্ন উঠেছে, এমন একটি লাইনের উল্লেখ থাকার কারণই বা কী?

    পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দফতর সূত্রে খবর, সরকারি আধিকারিকদের একাংশকে জানাতেই হবে, না-হলে পদোন্নতির পথে এটি বাধা হবে। রীতিমতো নির্দিষ্ট ঘোষণাপত্রে সই করে জানাতে হবে, 'আমি এতদ্বারা জানাচ্ছি যে, আমার একজনই মাত্র জীবিত স্বামী/ স্ত্রী আছেন...।' অনেকেই মানছেন, শেষ কবে এমন কোনও অর্ডার কপিতে দেখা গিয়েছিল তা মনে নেই।

    পঞ্চায়েত দফতরের নির্দেশিকা কিছু কর্তা বিষয়টি হেসে উড়িয়ে দিলেও, অন্য একাংশ বলছেন, 'বিভাগীয় পদোন্নতির জন্য মনোনীত আধিকারিককে কখনও এমন কিছু জানাতে হয়েছে বলে শুনিনি। এর সঙ্গে পদোন্নতির সম্পর্ক কোথায়? পদোন্নতি হয়ে ধাপে ধাপে একটা স্তরে অনেকেই পৌঁছয়। সেখানে জীবনসঙ্গী একজন না দুজন সে কথা তো কখনও কাউকে জানাতে হয়নি!'

    Abhishek Banerjee : ‘নবজোয়ার’ শেষ হলে পঞ্চায়েত! ‘এইজন্যই ভোট পিছিয়ে যাচ্ছে’? রাজ্যের পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বলেছেন, ‘জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি।’

    অন্যদিকে, দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, 'দফতরের কর্তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, পদোন্নতির ক্ষেত্রে বহু সময়ই এই ঘোষণাপত্রে সই করতে হয়। এই নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে। বহুদিন ধরেই এই লেখা উল্লেখ থাকছে।' রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক কর্তা বলছেন, 'ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিউটিস, রাইট্‌স অ্যান্ড অবলিগেশন অফ দ্য গর্ভমেন্ট এমপ্লয়িজ় রুল্‌স, ১৯৮০-তেই পরিষ্কার বলা হয়েছে, যদি এক জন সরকারি কর্মীর স্ত্রী অথবা স্বামী থাকে, তিনি সেই বিবাহবন্ধন থেকে বেরিয়ে না এসে আর একটি বিবাহ করতে পারবেন না। ফলে এই নিয়ে অহেতুক বিতর্কের জায়গাই নেই। মাথায় রাখতে হবে কোনও সরকারি অফিসার বা কর্মীর একাধিক স্বামী বা স্ত্রী থাকলে তো অবসরের পর পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুযোগ-সুবিধে নিয়েও নানা জটিলতার সৃষ্টি হবে।'
  • Link to this news (এই সময়)