• বিরোধীরা সবাই মিলে…জোটের প্রার্থীর ফর্মুলাটা জানিয়ে দিলেন পি চিদম্বরম
    হিন্দুস্তান টাইমস | ২৯ মে ২০২৩
  • সমস্ত অবিজেপি জোট এক ছাতার তলায় এলে কেমন করে প্রার্থী চয়ন হবে? জানিয়ে দিলেন পি চিদম্বরম।

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, অন্তত ৪০০-৪৫০টি আসনে জোটের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে একজন সর্বসম্মত প্রার্থী দেওয়া যেতে পারে। এই পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ১২ জুন পটনাতে তাঁদের মধ্যে এনিয়ে বৈঠক আছে। এদিকে কিছুদিন আগেও সংগঠনের কাজে মুম্বইতে ছিলেন চিদম্বরম।

    তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের পার্টির লাইন হল সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একজায়গায় আনার যতটা সম্ভব চেষ্টা করে যাওয়া। যদি তারা একজায়গায় আসতে পারে তবে ৪০০-৪৫০টি আসনে আমরা একজন কমন ক্যান্ডিডেট দিতে পারব। বিজেপির বিরুদ্ধে একজনই সর্বসম্মত প্রার্থী হবেন। তবে সবটাই এখন ইচ্ছার উপর নির্ভর করছে।

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম জানিয়েছেন, আগামী ১২ জুন পটনাতে বিরোধীদের মিটিং আছে।

    চিদম্বরমের সাফ কথা যত দিন যাচ্ছে এটা অন্তত বোঝা যাচ্ছে যে সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বিরোধী জোট করাটা খুব দরকার। এদিকে সম্প্রতি জনতা দল ইউনাইটেডের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সমস্ত অ বিজেপি নেতাদের এক ছাতার তলায় আনার জন্য আহ্বান করেছিলেন।

    কেন্দ্রের বিজেপি সরকারকেও তিনি একহাত নেন। তাঁর মতে, দেশের পক্ষে সবথেকে সিরিয়াস ইস্যু হল প্রতিবেশী চিনের আগ্রাসন। কিন্তু এনিয়ে সংসদে আমাদের কথা বলতে দেওয়া হল না। অতীতে সমস্ত যুদ্ধ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। কিন্তু এবার সুরক্ষার দোহাই দিয়ে আমাদের আলোচনাই করতে দেওয়া হল না। এদিকে মোদী সরকার চিনের আগ্রাসন কিছুতেই ঠেকাতে পারছে না। দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর।

    এদিকে কর্ণাটকে বিজেপির পরাজয় নিয়েও তিনি মুখ খোলেন। তিনি বলেন, কর্ণাটকের উদাহরণ আমরা অন্যান্য রাজ্যেও তুলে ধরব। তবে সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছে কর্ণাটক মডেল বলে কিছু হয় না। আসলে সব রাজ্যের আলাদা আলাদা করে প্রেক্ষাপট।

    এদিকে দিল্লিতে কুস্তিগীরদের প্রতিবাদ আন্দোলন সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রের উচিত একটা রাস্তা বের করা। কিন্তু যেভাবে তারা প্রতিবাদ আন্দোলনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এটা ঠিক নয়।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)