• আইপিএল ফাইনাল সুপার ওভারে গড়ালে ক’টার মধ্যে শুরু করতে হবে, নিয়ম কী? ২৯ মে ২০২৩ ২০:১৬
    আনন্দবাজার | ৩০ মে ২০২৩
  • আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে আইপিএলের ফাইনাল। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। এই ম্যাচ যদি কোনও কারণে টাই হয় তা হলে তা গড়াবে সুপার ওভারে। সে ক্ষেত্রেও সুপার ওভার শুরু করার একটি নির্দিষ্ট সময় রয়েছে। তার মধ্যে শুরু করতে না পারলে হবে না সুপার ওভার।

    আইপিএলের নিয়ম অনুযায়ী, সুপার ওভারের কাট অফ সময় রাত ১টা। অর্থাৎ, রাত ১টার মধ্যে সুপার ওভার শুরু করতে হবে। সেটা না হলে আর সুপার ওভার শুরু করা যাবে না।

    রবিবার বৃষ্টির জেরে খেলা শুরু করা যায়নি। অনেক ক্ষণ অপেক্ষা করার পরে আম্পায়াররা সিদ্ধান্ত নেন, সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। সেই মতো সোমবার নির্দিষ্ট সময়েই খেলা শুরু হয়েছে। কিন্তু সোমবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিঘ্ন হতে পারে ম্যাচে। সেই কারণে সুপার ওভারের প্রসঙ্গ উঠে আসছে।

    কিন্তু সুপার ওভার তখনই হবে যদি দু’দল অন্তত ৫ ওভার করে খেলে। অর্থাৎ, ১০ ওভারের খেলা না হলে খেলার কোনও ফয়সালা হবে না। ফলে সুপার ওভারও হবে না। সে ক্ষেত্রে আগের নিয়মে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গুজরাত চ্যাম্পিয়ন হবে।

  • Link to this news (আনন্দবাজার)