• Titanic: ‌‌টাইটানিকের ধ্বংসাবশেষে মিলল সোনার নেকলেস!
    আজকাল | ৩০ মে ২০২৩
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ১০০ বছরেরও বেশি সময় ধরে আটলান্টিকের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে সোনার নেকলেসের সন্ধান মিলেছে।

    নেকলেসটি প্রাগৈতিহাসিক যুগের হাঙর ‘‌মেগালোডন’‌ এর দাঁতের তৈরি। এতে আছে সোনার কারুকার্য। গভীর সমুদ্রে স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে ম্যাগেলান নামক একটি প্রতিষ্ঠান হাঙরের দাঁতের গয়নার ছবি তুলেছে। ম্যাগেলানের প্রধান রিচার্ড পারকিনসন বলেছেন, এটি আবিষ্কার করতে রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়েছে। তবে ব্রিটিশ–মার্কিন চুক্তির কারণে নেকলেসটি স্পর্শ করার অনুমতি পাওয়া যায়নি। ধ্বংসাবশেষ থেকে শিল্পকর্ম অপসারণে মানা ছিল। টাইটানিকের প্রথম পূর্ণ আকারের ডিজিটাল স্ক্যানের অংশ হিসাবে নেকলেসের ছবিটি তোলা হয়। 
    ম্যাগেলান জানিয়েছে, ডুবে যাওয়ার সময় জাহাজে ২ হাজার ২০০ যাত্রী ছিলেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নেকলেসটির মালিককে শনাক্তের চেষ্টা করা হবে। টাইটানিকে থাকা সেই সময়ের যাত্রীদের ফুটেজ, বিশেষ করে তাদের মুখ ও জাহাজে ওঠার সময় তারা যে পোশাক পরেছিলেন, তা বিশ্লেষণ করা হবে। 
  • Link to this news (আজকাল)