• Subrata Bhattacharya: প্রতারণার শিকার সুব্রত ভট্টাচার্য, খোয়ালেন ১৬ লক্ষ টাকা
    আজকাল | ৩০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার শিকার হলেন সুব্রত ভট্টাচার্য।

    হঠাৎ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১৬ লক্ষ টাকা। পার্ক স্ট্রিটের বেসরকারি ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে সুব্রতর। কয়েকদিন আগে মোবাইলে টাকা তোলার মেসেজ পান। সরাসরি ব্যাংকে গিয়ে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। ব্যাংকের নির্দেশেই পার্ক স্ট্রিট এবং গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও টাকার কোনও হদিস মেলেনি। কী করে এটা হল বুঝতে পারছেন না মোহনবাগানের ঘরের ছেলে। সুব্রত জানান, তাঁর কাছে কোনও ফোনও আসেনি। তবে অনুমান করছেন, অনলাইন প্রতারণার শিকার হয়েছেন তিনি। এদিন বিকেলে তাঁকে যোগাযোগ করা হলে সুব্রত ভট্টাচার্য বলেন, 'কী ভাবে আমি প্রতারণার শিকার হলাম জানি না। একটা-দুটো টাকা নয়, ১৬ লক্ষ টাকা। কী করব বুঝতে পারছি না। এখনও টাকার কোনও খোঁজ মেলেনি। জমানো টাকাই আমার পুঁজি।' স্বভাবতই এই ঘটনায় চূড়ান্ত হতাশ সুব্রত ভট্টাচার্য। 
  • Link to this news (আজকাল)