• Shubman Gill: কেকেআরের শুভমনকে ছেড়ে দেওয়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ভুল, কে করলেন এমন দাবি?
    আজকাল | ৩০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের এই দাপট দেখে যে হাত কামড়াবে কেকেআর সেটা বলার অপেক্ষা রাখে না।

    দু'বছর আগে তাঁকে রিটেন না করে ছেড়ে দিয়েছিল কলকাতা। এবার তার জোর সমালোচনা করলেন স্কট স্টাইরিস। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকার দাবি, আইপিএলের ইতিহাসে এটা সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে অন্যতম। ২০১৮ আইপিএলের আগে গিলকে কেনে কেকেআর। চার বছর নাইট শিবিরে কাটান শুভমন। ২০২২ মেগা নিলামের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হয়। কোনও সময় নষ্ট করেনি গুজরাট টাইটান্স।‌ নিলামের আগেই শুভমনকে সই করিয়ে দেয় নবাগত ফ্রাঞ্চাইজি। সেই থেকেই গুজরাটের সাফল্যের পেছনে অন্যতম কাণ্ডারি ২৩ বছরের ব্যাটার। এই প্রসঙ্গে স্কট স্টাইরিস বলেন, 'আমার মতে কেকেআরের শুভমন গিলকে রিলিজ করে দেওয়া আইপিএলের ফ্রাঞ্চাইজির করা সবচেয়ে বড় ভুল। আরেকটা ভুল ছিল আরসিবির কেএল রাহুলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। তবে এখানে বয়সের অ্যাডভান্টেজ আছে। গিল তরুণ ক্রিকেটার। আরও উন্নতির অনেক সুযোগ রয়েছে।' গিলের নাম 'বেবি গোট' দিয়েছেন স্টাইরিস। অস্ট্রেলিয়ার প্রাক্তনী মনে করেন, ভবিষ্যতে ভারতীয় দলের মেরুদণ্ড হবেন শুভমন। স্টাইরিস বলেন, 'শুধুমাত্র গুজরাট টাইটান্সের স্টার নয়, পরের বিশ্বকাপের পর ও ভারতীয় দলের মেরুদণ্ড হবে। আমার মনে হয় সেটা ও দু'হাতে লুফে নেবে।' চলতি আইপিএলে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন গিল। একটা আইপিএলে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। সেটা ছাপিয়ে যেতে আজ ১২৩ রান প্রয়োজন শুভমনের। কিন্তু আহমেদাবাদে আজও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। 
  • Link to this news (আজকাল)