• IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর রেল স্টেশনে রাত কাটায় ধোনির ভক্তরা
    আজকাল | ৩০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জন্য রবিবার ম্যাচ শুরু করা যায়নি।

    আজ, রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনাল হওয়ার কথা। হাজার হাজার ক্রিকেটপ্রেমী হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়ে। একটা বলও দেখার সৌভাগ্য হয়নি দূর দূর থেকে ফাইনাল দেখতে আসা ধোনি ভক্তদের। রাতের দিকে কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে চেন্নাই সুপার কিংসের ভক্তদের স্টেডিয়ামের কাছাকাছি একটি রেল স্টেশনের মাটিতে শুয়ে থাকতে দেখা যায়। বিসিসিআই জানিয়ে দেয়, রিজার্ভ ডেতেও রবিবারের টিকিট ব্যবহার করা হবে। অনেকেই মোতেরায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আবার চেন্নাই সুপার কিংসের জার্সি পরিহিত প্রচুর সমর্থককে মধ্যরাতে আহমেদাবাদের রেল স্টেশনে দেখা যায়। প্রিয় 'থালা'কে দেখতে মাইলের পর মাইল যাত্রা করে এসেছে ধোনি ভক্তরা। অনেকেরই রবিবার রাতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা মানুষের জন্য বদলে ফেলে পরিকল্পনা। রবিবার আইপিএলের পক্ষ থেকে টুইট করে বলা হয়, 'আইপিএলের ফাইনাল রিজার্ভ ডে-তে হবে। ২৯ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটায় খেলা শুরু হবে। আজকের টিকিটই কাল ব্যবহার করা যাবে। টিকিট যত্ন এবং সুরক্ষিত করে রাখার অনুরোধ রইল।' আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ফাইনাল পিছিয়ে রিজার্ভ ডেতে করা হচ্ছে। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করার চেষ্টা করবে কর্তৃপক্ষ। সেটার কাট অফ টাইম ১২.২৬। রাত ১২.৫৬ মিনিট পর্যন্ত সুপার ওভার শুরু হতে পারে। সেটাও সম্ভব না হলে লিগ টেবিলে একনম্বরে শেষ করায় গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 
  • Link to this news (আজকাল)