• Rahul Gandhi:‌ মধ্যপ্রদেশে নির্বাচনে ১৫০ আসন পাবে কংগ্রেস, আশাবাদী রাহুল
    আজকাল | ৩০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কর্ণাটকে জয়ের পর আত্মবিশ্বাসী কংগ্রেস।

    চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেখানেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস। রাহুল গান্ধী তো বলেই দিয়েছেন, মধ্যপ্রদেশে নির্বাচনে ১৫০ আসন পাবে দল। দিল্লিতে সাংবাদিকদের সামনে রাহুল বলেন, ‘‌কর্ণাটকে ১৩৬ আসন পেয়েছি। দলে গভীর আলোচনা হয়েছে। অভ্যন্তরীণ পর্যালোচনার পর মনে হচ্ছে মধ্যপ্রদেশ নির্বাচনে ১৫০ আসন পাব।’‌ প্রসঙ্গত, মধ্যপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতারা এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সদর দপ্তরে বৈঠকে বসেছিলেন। যেখানে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমলনাথও। বৈঠক শেষে কমলনাথ বলেন, ‘‌মধ্যপ্রদেশ নির্বাচনের আর চার মাস বাকি রয়েছে। নির্বাচন ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’‌ 
    ২০১৮ নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু কমলনাথ সরকার পড়ে যাওয়ায় ২০২০ সালে ক্ষমতা দখল করে বিজেপি। গেরুয়া শিবির ফের মধ্যপ্রদেশ দখল করতে তৎপর। কিন্তু কংগ্রেসও এবার নাছোড়বান্দা। কর্ণাটক জয় তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। 
  • Link to this news (আজকাল)