• Autobiography: প্রকাশিত হল বিপ্লবী পুলিন বিহারী দাসের আত্মজীবনী
    আজকাল | ৩০ মে ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হল বিপ্লবী পুলিন বিহারী দাসের আত্মজীবনী 'আমার জীবন কাহিনী'।

    প্রকাশ করেছে পুলিন বিহারী দাস মেমোরিয়াল ট্রাস্ট। শনিবার বিকেল চারটেয় রোটারি সদনে বইটির প্রকাশ হয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের সেক্রেটারি স্বামী সুপর্নানন্দ মহারাজের হাত ধরে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। মহোৎসব পালনের আলোকবৃত্তের বাইরে বিস্মৃতই রয়ে গেছে বহু স্বাধীনতা সংগ্রামীর বলিদান। তাঁদের মধ্যে অন্যতম বাঙালি বিপ্লবী পুলিন বিহারী দাস। তাঁর হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি। ভারতকে স্বাধীন করতে সর্বপ্রথম আত্মনির্ভরতার পথই দেখিয়েছিলেন বিপ্লবী পুলিন বিহারী।

    সশস্ত্র পথেই ভারতের স্বাধীনতা আসবে, তাই গান্ধীজির অহিংস আন্দোলনের মতবাদের সঙ্গে একমত হতে পারেননি তিনি। বাংলার যুবকদের সশস্ত্র বিপ্লবে পারদর্শী করে তুলতে ১৯২০ সালে গঠন করেছিলেন "ভারত সেবক সংঘ"। কোনও পরাক্রমী শক্তির সঙ্গে লড়তে দরকার শারীরিক ও মানসিক শক্তি। আজ থেকে শতবর্ষের বেশি বছর আগে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সেই পথই দেখিয়েছিলেন পুলিন। এশিয়া মহাদেশের আধুনিক মার্শাল আর্টের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনিই। বইটির সম্পাদনা করেছেন পুলিন বিহারী দাসের দুই পৌত্র বিশ্বরঞ্জন দাস ও মনীশরঞ্জন দাস। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত । বিপ্লবীর জীবনী নিয়ে আজকের দিনেও প্রাসঙ্গিক বিপ্লবী পুলিন বিহারী দাস" নামে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয় এদিন।
  • Link to this news (আজকাল)