• বাবা-মায়ের দেখভালের জন্য মাসে মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছে মেয়ে
    বর্তমান | ৩০ মে ২০২৩
  • বেজিং, ২৯ মে: বাবা-মায়ের দেখভালের দায়িত্ব নিয়ে বেতন পাচ্ছেন তরুণী! এমনই অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে চীনে। তবে বাইরে থেকে নয়, ওই তরুণীর বাবা-মা’ই বেতন হিসাবে নির্দিষ্ট অঙ্কের টাকা নিজের মেয়েকে দিচ্ছেন। শুনতে অদ্ভূত লাগলেও এটাই ঘটছে বাস্তবে। চীনের বাসিন্দা বছর ৪০-এর তরুণী নিয়ানান। দীর্ঘ ১৫ বছর ধরে একটি সংস্থায় কাজ করেন। কিন্তু ক্রমেই সেই সংস্থায় কাজের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত চাপ নিতে পারছিলেন না ওই তরুণী। এমনকী ওই অফিসের পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে পারছিলেন না নিয়ানান। মেয়ের এই কষ্ট দেখে এগিয়ে আসেন বৃদ্ধ বাবা-মা। নিয়ানানকে প্রস্তাব দেন, তাঁরাই তাঁকে মাসে পারিশ্রমিক দেবেন। ওই চাকরি ছেড়ে দিয়ে তাঁদের দেখভালের দায়িত্ব নিতে হবে। যার বিনিময়ে নিয়ানানকে মাসে চীনা মুদ্রায় ৪ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৪৭ হাজার টাকা) দেওয়া হবে। এই অভিনব প্রস্তাবে রাজি হয়ে যান ওই তরুণী। চাকরি ছেড়ে দিয়ে বাবা-মায়ের দেখভালের দায়িত্বে মনোনিবেশ করেন। কী কী করতে হয় নিয়ানানকে? তিনি জানিয়েছেন, প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাবা-মায়ের সঙ্গে একঘণ্টা নাচানাচি করতে হয়। মাঝে মাঝে তাঁদের সঙ্গে দোকানে, বাজারে বা শপিং মলে যান। এমনকী রান্নাও করেন। সংসারের কর্তা হিসাবে দায়িত্ব পালন করেন ও বাবা-মায়ের গাড়ির চালকের কাজও করে দেন নিয়ানান। যার বিনিময়ে তাঁর বাবা-মা পেনশনের টাকা থেকে প্রতি মাসে পারিশ্রমিক দেন। তবে নিয়ানানের বাবা-মা এও জানিয়েছেন, ভবিষ্যতে কোনও ভাল জায়গায় কাজ পেলে সে অবশ্যই করতে পারে।
  • Link to this news (বর্তমান)