• Neeraj Chopra: বড় ধাক্কা! চোটের জন্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন 'সোনার ছেলে' নীরজ
    ২৪ ঘন্টা | ৩০ মে ২০২৩
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে তাঁর ট্র্যাকে নামার কথা ছিল। কিন্তু চোটের জন্য শেষ পর্যন্ত নাম তুলে নিতে বাধ্য হলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ফলে নেদারল্যান্ডসে (Netharlands) আয়োজিত ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা (Fanny Blankers Koen Games) থেকে সরে দাঁড়ালেন টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী জ্যাভলার। চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নীরজ। টুইটারে তিনি লিখেছেন, 'চোট খেলার অঙ্গ। সম্প্রতি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছি। সঙ্গে সঙ্গে চিকিৎসকেদের পরামর্শ নিয়েছি। চোট যাতে আর না বাড়ে সেইজন্য আর কোনও ঝুঁকি নিচ্ছি না।' 

    আগামী ৪ জুন থেকে শুরু হবে ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা। সেইজন্য পুরোদমে প্রস্তুতি সারছিলেন তিনি। কিন্তু পেশির চোটের জন্য ধাক্কা খেলেন। এহেন নীরজ ফের লিখেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে নেদারল্যান্ডসের ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'  ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল দ্বিতীয় সোনা জয়। অলিম্পিক্সে সোনা জিতেই থেমে থাকেননি নীরজ। জুরিখে ডায়মন্ড লিগে সোনা জেতেন তিনি। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন তিনি। তাঁর পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছিল শুধু অলিম্পিক্সে সোনা জিতে সন্তুষ্ট নন নীরজ। আরও পরিশ্রম করছেন তিনি। কারণ তাঁর লক্ষ্য  ৯০ মিটারের বেশি দূরে জ্যাভলিন থ্রো করা। আগামী ১৩ জুন ফিনল্যান্ডে পাভো নুর্মি গেমসে অংশ নেওয়ার কথা নীরজের। কিন্তু চোটের জন্য সেই প্রতিযোগিতায় আদৌ তিনি যোগ দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে আপামর ভারতবাসী নীরজের দ্রুত আরোগ্য কামনা করছেন।
  • Link to this news (২৪ ঘন্টা)