• আইপিএল ফাইনাল শুরু হবে, ১৫ ওভারের খেলা, জিততে গেলে কত তুলতে হবে ধোনিদের? ৩০ মে ২০২৩ ০০:০১
    আনন্দবাজার | ৩০ মে ২০২৩
  • বৃষ্টির জেরে ওভার কমে গেল আইপিএল ফাইনালের। পুরো ম্যাচ হলে চেন্নাইকে তুলতে হত ২০ ওভারে ২১৫ রান। পরিবর্তিত পরিস্থিতিতে এ বার চেন্নাইকে তুলতে হবে ১৫ ওভারে ১৭১ রান। নিঃসন্দেহে চেন্নাইয়ের কাছে কাজ কিছুটা হলেও কঠিন হল। আগের লক্ষ্য অনুযায়ী তাদের প্রতি ওভারে ১০.৭ রান তুলতে হত। এ বার তাদের প্রতি ওভারে ১১.৪ রান তুলতে হবে।

    সোমবার সকাল থেকেই আমদাবাদের আকাশ ভাল ছিল। এমনকি সমাপ্তি অনুষ্ঠান বা গুজরাত টাইটান্সের ইনিংসের সময়েও কিছু হয়নি। ইনিংস বিরতির মাঝেও লেজ়ার শো এবং নাচের অনুষ্ঠান হয়। কিন্তু চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই বাধ সাধে বৃষ্টি। তিনটি বল খেলা হওয়ার পরেই ক্রিকেটারদের মাঠ ছাড়তে হয়। প্রথমে রাত ১০.৪৫ মিনিটে এক বার পরীক্ষা হয়। আবার পরীক্ষা হয় রাত ১১.৩০ মিনিটে। তখনই সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়াররা।

    ফাইনালে ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করে গুজরাত। ওপেনার ঋদ্ধিমান সাহা ৫৪ ও তিন নম্বরে নেমে সাই সুদর্শন ৯৬ রান করেন। দলের হয়ে ভাল ছন্দে থাকা শুভমন গিল করেন ৩৯ রান।

  • Link to this news (আনন্দবাজার)