• IPL ফাইনালে কত ওভার খেলা হলে জেতার জন্য CSK-র কত রান দরকার হবে? দেখুন পুরো হিসাব
    হিন্দুস্তান টাইমস | ৩০ মে ২০২৩
  • বৃষ্টি থেমে গিয়েছে। কিন্তু আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মূল পিচের আশপাশের অংশে পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে আইপিএলের ফাইনালে কি আদৌও পুরো ম্যাচ হবে নাকি ম্যাচের ওভার সংখ্যা কমে যাবে (রাত ১১ টা ৪০ মিনিট থেকে ওভার কমতে শুরু করবে), তা এখনও স্পষ্ট নয়। আপাতত আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। প্রাথমিকভাবে মাঠের অবস্থা দেখে যা মনে হচ্ছে, তা ইতিবাচক বলে মনে হচ্ছে না। তবে একটা জিনিস মোটামুটি একটা বিষয় স্পষ্ট  হয়ে গিয়েছে যে পুরো ওভারের খেলা হবে না।

    ১) ৫ ওভার: ৬৬ রান। 

    ২) ৬ ওভার: ৭৮ রান। 

    ৩) ৭ ওভার: ৯০ রান। 

    ৪) ৮ ওভার: ১০১ রান। 

    ৫) ৯ ওভার: ১১২ রান। 

    ৬) ১০ ওভার: ১২৩ রান। 

    ৭) ১১ ওভার: ১৩৩ রান। 

    ৮) ১২ ওভার: ১৪৩ রান। 

    ৯) ১৩ ওভার: ১৫৩ রান। 

    ১০) ১৪ ওভার: ১৬২ রান। 

    ১১) ১৫ ওভার: ১৭১ রান। 

    ১২) ১৬ ওভার: ১৮১ রান। 

    ১৩) ১৭ ওভার: ১৯০ রান। 

    ১৪) ১৮ ওভার: ১৯৮ রান। 

    ১৫) ১৯ ওভার: ২০৭ রান। 

    ১৬) ২০ ওভার: ২০৫ রান।

    (IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

    (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)