• Indonesia Open: ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস, ইন্দোনেশিয়া ওপেন জিতলেন সাত্বিক-চিরাগ
    আজকাল | ১৯ জুন ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস।

    ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হল ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। আজ ফাইনালে তাঁরা মালয়েশিয়ার জুটি আরোন চিয়া, শো উই ইককে ২১-১৭, ২১-১৮ গেমে হারায়। এই প্রথম কোনও ভারতীয় ইন্দোনেশিয়া ওপেন জিতল। মালয়েশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে ০-৮ এ পিছিয়ে ছিল ভারতীয়রা। এদিন আন্ডারডগ হিসেবেই শুরু করে তাঁরা। অবশেষে নবম সাক্ষাতে জয়ের মুখ দেখলেন সাত্বিকরা। এর আগে কোনও ভারতীয় শাটলার এই টুর্নামেন্ট জেতেনি। এদিন সেয়ানে সেয়ানে লড়াই হয়। দ্বিতীয় গেমে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় জুটি। কিন্তু শেষমেষ ম্যাচ বের করে নেন সাত্বিক, চিরাগরা। তাঁদের ঝুলিতে আরও একটি পদক যোগ হল। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, সুইস ওপেন, ইন্ডিয়া ওপেন জেতে এই জুটি। ভারতীয় জুটির সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাঁদের অভিনন্দন জানান কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকাল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। 
  • Link to this news (আজকাল)