• World Cup: আহমেদাবাদের পর এবার বিশ্বকাপের আরও দুটি ভেন্যূ বদলের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের 
    আজকাল | ১৯ জুন ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে আসতে প্রস্তুত পাকিস্তান।

    কিন্তু ম্যাচের স্থান নিয়ে এখনও সন্তুষ্ট নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভেন্যু বদলের আর্জি জানানো হতে পারে। একদিনের বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা না হলেও খসড়া অনুযায়ী ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে রাজি নয় পাকিস্তান। পাশাপাশি আরও দুটো ভেন্যু নিয়ে সমস্যা রয়েছে। আহমেদাবাদের পর বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে খেলা নিয়েও অসন্তোষ জানিয়েছে পাকিস্তান। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া এবং চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার কথা বাবরদের। কিন্তু পিসিবি দাবি করেছে, এই দুই মাঠের পিচ তাঁদের খেলার ধরনের সঙ্গে খাপ খায় না। তাই এই দুই ভেন্যুতেও খেলতে চাইছে না পাকিস্তান। ইতিমধ্যেই বিসিসিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তিনটে স্থান বদলেরও দাবি জানানো হয়েছে। শোনা যাচ্ছে, পিসিবি আইসিসির কাছেও আবেদন করতে পারে। আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপে খেলা সব দেশের কাছেও পাঠানো আছে। তাঁদের থেকে গ্রিন সিগন্যাল পেলেই সরকারিভাবে সূচি ঘোষণা করা হবে। সাধারণত বিশ্বকাপের সূচি অনেক আগেই ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার এশিয়া কাপ নিয়ে টালবাহানার জন্য সূচি ঘোষণায় অতিরিক্ত দেরী হচ্ছে। বিশ্বকাপের মাত্র সাড়ে তিন মাস বাকি। কিন্তু এখনও সূচি ঘোষণা করতে পারল না ভারতীয় ক্রিকেট বোর্ড। 
  • Link to this news (আজকাল)