• Tripura: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত ত্রিপুরা, জলমগ্ন আগরতলা
    আজকাল | ১৯ জুন ২০২৩
  • সমীর ধর, আগরতলা, ১৮ জুন: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত ত্রিপুরা।

    রবিবার সকালে তিন ঘন্টার বর্ষণেই জলমগ্ন স্মার্ট সিটি আগরতলা। গত কয়েকদিন ধরেই থেকে থেকে বৃষ্টি আর ঝড়ে বিপর্যস্ত জনজীবন। মেঘালয়ের সোনারপুরে পাহাড় থেকে মাটি আর পাথরের ধস নেমে জাতীয় সড়ক ভেঙে গেছে ইতিমধ্যে।  সড়কপথে দেশের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন ত্রিপুরা, অসমের কাছাড় ও করিমগঞ্জ। বিচ্ছিন্ন মিজোরাম। জাতীয় সড়কে ভাঙন-ধসের জায়গায় পাহাড়ের উপর থেকে নদীর মতো আছড়ে পড়ছে কাদা-জল। দু-পাশে আটকে পড়েছে নিত্যপণ্যবাহী প্রচুর লরি সমেত শত-শত ছোট-বড় গাড়ি। উদ্ধারকার্য বিঘ্নিত হচ্ছে বৃষ্টি না থামায়। দুর্ভোগের শেষ নেই। টানা বর্ষনে একাধিক জেলায় বানভাসি পরিস্থিতি। এর মধ্যে উত্তর জেলা, ঊণকোটি, ধলাই, খোয়াই এবং গোমতী, এই ৫ জেলার ক্ষতি বেশি। কয়েক'শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিদ্যুতের।  ত্রিপুরা সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টিতে ১৭ জুন রাত পর্যন্ত জানা গিয়েছে ৩৫টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত। এ ছাড়া আরও ২১১টি বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত। বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে কিছু জায়গায়। লম্বা সময় ধরে বিদ্যুত্হীন বহু এলাকা। রবিবার সকালে একটানা তিন ঘন্টার ভারি বৃষ্টিতে আগরতলা সহ পশ্চিম জেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। রাজধানী শহর আগরতলা এখন স্মার্ট সিটি নামে পরিচিত হলেও একটু বেশি বৃষ্টিতেই তার বেহাল চেহারা আরও একবার বে-আব্রু হয়ে পড়েছে। শহরের নিম্নাঞ্চলগুলোতে জলবন্দি মানুষদের উদ্ধারে নামাতে হয়েছে নৌকো। বহু মানুষ উঁচু জায়গার সরকারি স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন। 
  • Link to this news (আজকাল)