• এশিয়া কাপের সূচির পরই উল্টো সুর পাকিস্তানের, বিশ্বকাপ খেলবে না বাবররা?
    Aajtak | ১৯ জুন ২০২৩
  • কয়েক ঘণ্টার ব্যবধান। আর তার মধ্যেই বদলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বয়ান। এশিয়া কাপের (Asia Cup 2023) সূচি প্রকাশ হতেই নিজেদের অবস্থান থেকে সরে এলো পিসিবি। বলা যায় পাল্টি খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

    শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা নাজিম শেঠি জানিয়ে দিলেন, ভারতের মাটিতে বাবর আজমরা (Babar Azam) বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে যাবেন কিনা তা নির্ভর করছে পাকিস্তান (Pakistan) সরকারের সিদ্ধান্তের ওপর। নাজম শেঠীর কথায় পরিষ্কার যে, বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এশিয়া কাপের সূচি ঘোষণার আগে পিসিবি কিন্তু এমন কথা বলেনি। বরং দিনকয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল, হাইব্রিড মডেলে এশিয়া কাপ হলে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান।এশিয়া কাপ হাইব্রিড মডেলে হচ্ছে তা নিশ্চিত হওয়ার পরেই পাল্টি খেল পিসিবি। 

    ভারতে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপের সূচি চূড়ান্ত করার আগে অংশ নেওয়া সমস্ত দেশকেই খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে আইসিসি। তার উত্তরে পিসিবি জানিয়েছে, বিশ্বকাপের সূচির ব্যাপারে এখনই তারা সম্মতি দিতে পারবে না। পাক সরকারের অনুমতির উপর সবটা নির্ভর করছে। 

    নাজম শেঠী বলেন, ‘ভারত বা পাকিস্তানের ক্ষেত্রে বিসিসিআই (BCCI) অথবা পিসিবি কেউই নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। সংশ্লিষ্ট সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারত আমাদের দেশে খেলতে আসতে চাইলে যেমন ওদের দেশের সরকারের থেকে অনুমতি দরকার, তেমনই আমাদের সরকারও ঠিক করবে আমরা ভারতে খেলতে যাব কি না।’
      
    তবে প্রশ্ন উঠছে এতদিন এই ব্যাপারে কেন কিছুই জানায়নি পিসিবি? উল্টে তারা বলে এসেছে, হাইব্রিড মডেল মেনে এশিয়া খেলা হলে, বিনা শর্তে বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা। সেই মতোই সিদ্ধান্ত হয়, হাইব্রিড মডেল মেনেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে এবার আরও শর্ত চাপিয়ে দিল পিসিবি। কিছুদিন আগেই আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে পাকিস্তানে গিয়েছিলেন। সেই সময়ও জানা গিয়েছিল এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেলে পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য কোনও শর্ত রাখবে না।
  • Link to this news (Aajtak)