• নিট-এ চমক আতিকার
    বর্তমান | ১৯ জুন ২০২৩
  • সংবাদদাতা বোলপুর: নিট পরীক্ষায় সর্বভারতীয় র‌্যাঙ্কিংয়ে চমক দিলেন লাভপুরের প্রত্যন্ত গ্রামের প্রান্তিক কৃষকের মেয়ে আতিকা রহমান। নিটের মোট নম্বর ৭২০-র মধ্যে আতিকা পেয়েছেন ৬৮৫ নম্বর। সর্বভারতীয় র‌্যাঙ্ক হয়েছে ১০৯৫। 

    লাভপুর ব্লক তো বটেই জেলার মধ্যেও মেয়েদের মধ্যে তিনি সম্ভাব্য প্রথম হয়েছেন বলে পরিবারের দাবি। তাঁর এই সাফল্যে খুশিতে চোখে জল বাবা-মায়ের। তাঁকে নিয়ে গর্বিত এলাকাবাসী। ডাক্তারি পাশ করে নিজের গ্রামের হাসপাতালে দরিদ্র মানুষদের চিকিৎসা করতে  চান আতিকা। লাভপুরের প্রত্যন্ত ধনডাঙা গ্রামে বাড়ি আতিকার। বাবা আতাউর রহমান পেশায় চাষি। মা ফাতেমা খাতুন নার্স। কর্মরত চৌহাট্টা এক নম্বর পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। নার্স হিসেবে মায়ের লড়াই ছোটবেলা থেকে দেখেছেন আতিকা। তাঁর স্বপ্নপূরণে এগিয়ে আসেন জেঠু পেশায় স্কুলশিক্ষক শেখ জিয়াউর রহমান। 
  • Link to this news (বর্তমান)