• Santosh Mitra Square: অতিরিক্ত ভিড়, দর্শকদের জন্য বন্ধ করা হল সন্তোষ মিত্র স্কোয়ারে প্রবেশ
    আজকাল | ০৩ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল।

    রবিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। এই পুজোর প্রধান উদ্যোক্তা এবং বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের জন্যই প্রশাসনের তরফে পুজো প্যাণ্ড্যালে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। খুব খারাপ লাগছে।

    কলকাতার যে পুজোগুলি দর্শকদের কাছে আকর্ষণীয় তার মধ্যে অন্যতম হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে কমিটির একটি সূত্র জানিয়েছিল। কিন্তু সময়াভাবে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী আসতে পারেননি। এবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। থিমের পুজো হিসেবে পরিচিত এবছর এই পুজোর থিম 'আজাদিকা অমৃত মহোৎসব'। প্যাণ্ড্যাল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দিন থেকেই কাতারে কাতারে দর্শক ভিড় জমিয়েছেন এই পুজোয়। ভেতরে যাওয়ার জন্য পড়েছে লম্বা লাইন। কিন্তু সপ্তমীর রাতে ভিড় এতটাই বেড়ে যায় যে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে পুজো প্যাণ্ড্যালে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)