• Nobel Prize Winner 2022 : মানবজাতির বিবর্তন নিয়ে যুগান্তকারী আবিষ্কার, চিকিৎসায় নোবেলজয়ী সুইডেনের সান্তে পেবো
    এই সময় | ০৩ অক্টোবর ২০২২
  • Nobel Prize in Physiology or Medicine 2022: চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতলেন সুইডেনের জিনতত্ত্ববিদ সান্তে পেবো (Svante Paabo)। মানবজাতির বিবর্তন নিয়ে তাঁর যুগান্তকারী আবিষ্কারের জন্যই তাঁকে এই শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হল। সোমবার থেকেই শুরু হল চলতি বছরের নোবেল পুরস্কার অনুষ্ঠান। প্রথম দিনেই তাক লাগালেন সুইডেনের এই গবেষক-চিকিৎসক। বিলুপ্ত মানবদের নিয়ে তাঁর অবিষ্কার বিজ্ঞানকে নয়া দিশা দেখিয়েছে।

    উল্লেখ্য, গত বছর ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ডেভিড জ্যুলিয়াস (David Julius) এবং আর্দেম পাটাপোশিয়ান (Ardem Patapoutian)। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপটর আবিষ্কার করায় তাঁদের এ বছরের নোবেলের জন্য মনোনীত করা হয়।
  • Link to this news (এই সময়)