• Durga Puja:পুরোহিতের আসনে মন্ত্রপাঠ নারীর, সাম্যের জয়গান বাংলার এই জেলায়
    হিন্দুস্তান টাইমস | ০৩ অক্টোবর ২০২২
  • অশুভ শক্তি বিনাশ করেন দেবীদুর্গা। নারীশক্তির জয়গান। মহাষ্টমীতে কুমীরা পুজোর রীতি রয়েছে বিভিন্ন জায়গায়। তবে মহিলা পুরোহিত দিয়ে পুজোর চল এখনও গড়ে ওঠেনি সেভাবে। কিছুটা হলেও সেই ব্যতিক্রমী ঘটনাই শিলিগুড়ির মাতৃকুটীরে।

    শিলিগুড়ির সূর্যনগরে মাতৃকুটীরে মহিলা দ্বারা পরিচালিত পুজোতে এবার পুজো করলেন মহিলা পুরোহিতই। কুমারী পুজোও হয়েছে এদিন। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকবছর ধরে মহিলা পুরোহিত দিয়েই পুজো হচ্ছে এখানে। নিঃসন্দেহে কিছুটা হলেও অভিনবত্ব রয়েছে এখানে। নারীশক্তির জয়গানের বার্তাই যেন দেওয়া হল এদিন। অত্য়ন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এদিন দেবীর আরাধনা করা হয়েছে।

    জলপাইগুড়ির নিউটাউন পাড়ার বাসিন্দী শিখা চক্রবর্তী বলেন, এর আগে চণ্ডীপাঠ করেছি। খুবই আনন্দ লাগছে এখানে এসে। পুজোর অন্য়তম উদ্যোক্তা প্রিয়ংবদা বিশ্বাস, আমাদের এবার চতুর্থবছরের পুজো। এই পুজোর বিশেষত্ব হল এখানকার পুজোর সবটাই নারীকেন্দ্রিক। তাঁরাই এখানকার পুজোর মূল দায়িত্বে থাকেন। মণ্ডপসজ্জা, মূর্তি গড়া, পৌরহিত্য সবটাই এখানে নারীরাই করেন। মহিলারা ও বাচ্চারা মিলেই করে। এখানে বার্তা দিতে চাই, আমরা অনন্ত শক্তির অধিকারী। এটা শক্তির আরাধনা। শারদীয়ায় আমরা যেন অন্তরের শক্তিকে আরও বেশি জাগরিত করতে পারি। সেই শক্তির সঠিক ব্যবহার যেন করতে পারি। পিছিয়ে পড়া মহিলাদের যেন সহায়তা করতে পারি।

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)