• বিজেপির ফান্ড নিয়ে এক হয়েছে বাম-রাম-শ্যাম, তোপ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ০৪ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দুবরাজপুর: পঞ্চায়েত ভোটের দামামা যেদিন থেকে বেজেছে, সেদিন থেকেই বারবার চর্চায় আসছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ‘রামধনু’ জোট। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইতিপূর্বে এই জোটকে আক্রমণ করেছেন। এবার তিনি অভিযোগ করলেন, বিজেপির টাকা নিয়ে রাজ্যে বাম-রাম-শ্যাম এক হয়েছে। জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি টাকা ছড়াচ্ছে বলে তোপ দাগেন তিনি। তাঁর বার্তা, ‘বাংলার মানুষের জন্য উন্নয়ন আমরাই করেছি। বিজেপি এলে কাজ হবে না। তাই পঞ্চায়েতটা আমাদের দরকার।’

    গত ২৭ জুন উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পথে পায়ে চোট পান তৃণমূল নেত্রী। চিকিৎসকদের পরামর্শে এখন তিনি বাড়িতেই রয়েছেন। এই অবস্থায় সোমবার টেলিফোনের মাধ্যমে বীরভূমে এক সভায় বক্তব্য রাখেন তিনি।  গেরুয়া শিবিরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, ‘বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম এক হয়েছে। বিজেপির গদ্দারদের কোটি কোটি টাকার হিসেব কোথায়? পিএম কেয়ারের টাকার কোনও হিসেব নেই। ...এখন পাহাড়ে শান্তি আছে, জঙ্গলমহলে শান্তি আছে। কিন্তু জঙ্গলমহলের কিছু লোক বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বলছে, তৃণমূলকে ঢুকতে দেবে না।’ রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আসলে কুড়মি সমাজের কয়েকজন নেতার উদ্দেশে। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীন গড় শালবনীতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছিল কুড়মি সমাজের আন্দোলনকারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় কুড়মিদের পিছন থেকে বিজেপি কলকাঠি নেড়েছিল বলে অভিযোগ করেছিলেন মমতা। সেই প্রেক্ষিতে এদিন তাঁর মন্তব্য, ‘কেউ কেউ বলছে ঢুকতে দেব না তৃণমূলকে। ভোট আসবে, চলেও যাবে। বাংলায় কিন্তু আপনাদের থাকতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রেখেই থাকতে হবে। শুধু বিজেপিকে ঢুকতে দেব বলছে...আপনাদের তো ভূরি ভূরি কেলেঙ্কারি আছে। ব্যবস্থা নেওয়া হবে।’ উত্তরবঙ্গে বিজেপির টাকা ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এক কামতাপুরি নেতা আছে, যে বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে।’ 

    আগামী বছরের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে জোটবদ্ধ হতে শুরু করেছে বিরোধীরা। কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস ও সিপিএমের ভূমিকা যে তিনি মেনে নিতে পারছেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে কংগ্রেস, সিপিএম। আর এখানে মমতার বিরুদ্ধে লড়াই করবে বলছে। এটা হয় না। দু’হাতে দুটো লাড্ডু।’ পঞ্চায়েতে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে  মমতা বলেন, ‘কারও কথায় বিশ্বাস করবেন না। পরিষ্কার বলছি, এবার থেকে পঞ্চায়েতে কেউ যদি কোনও ভুল কাজ করে, সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকার যে উন্নয়ন করছে, তার জন্য কারও কাছ থেকে টাকা নেয় না। এর জন্য কাউকে এক পয়সা দেবেন না।’
  • Link to this news (বর্তমান)