• বিজেপি শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ জয়ন্ত চৌধুরীর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যাবেন আরএলডি নেতা
    বর্তমান | ০৪ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: এবার কি উত্তরপ্রদেশের বিরোধী শিবিরেও আঘাত হানতে চলেছে বিজেপি? কেন্দ্রীয় মন্ত্রী তথা আরপিআই প্রধান রামদাস আটওয়ালের মন্তব্যে এমনই জল্পনা দানা বাঁধে। তিনি দাবি করেন, যোগীরাজ্যে সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোট ভাঙতে পারে। অখিলেশ যাদবকে ধাক্কা দিয়ে বিজেপি শিবিরে যোগ দিতে পারেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী।  যদিও এব্যাপারে যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন স্বয়ং জয়ন্তই। সোমবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিরোধী শিবিরেই থাকছেন তিনি। পাটনাতে না থাকলেও বিজেপি বিরোধী শিবিরের পরবর্তী বৈঠকে তিনি যোগ দেবেন। একইসঙ্গে এই জাট নেতা বলেছেন, ‘যাঁদের সঙ্গে রয়েছি, তাঁদের সঙ্গেই থাকব।’

    এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত রবিবারই বিজেপির এক শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন আরএলডি প্রধান। ওইদিনই আটওয়ালে দাবি করেন, জয়ন্ত আগামী দিনে এনডিএতে যোগ দিতে পারেন। তিনি পাটনার বৈঠকে যাননি। 

    অখিলেশকে নিয়ে আরএলডি নেতা সন্তুষ্ট নন। যদিও আরএলডি তরফে বিজেপির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। দলের নেতা কুলদীপ উজ্জল এদিন জানান, ‘এটা একেবারেই সত্যি নয়। জয়ন্ত চৌধুরী আদর্শের ভিত্তিতে লড়াই করেন।’ 

    এরইমধ্যে পাটনায় বিরোধীদের বৈঠকে জয়ন্তর অনুপস্থিতির উল্লেখ করে রাজ্য-রাজনীতিতে বড়সড় বদলের দাবি করেছেন সপা’র প্রাক্তন শরিক তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভরও। মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশেও এমনটা হতে পারে। বহু সপা বিধায়ক ও সাংসদকেও শপথ নিতে দেখা যেতে পারে। এরপরই তিনি বলেন, জয়ন্ত কি পাটনাতে গিয়েছিলেন? তিনি কি এবার বেঙ্গালুরুতে বিরোধীদের পরের বৈঠকে যাবেন? বিজেপি শিবিরের এই দাবি প্রসঙ্গে আরএলডি সুপ্রিমো বলেছেন, ‘নতুন করে স্যুট সেলাই করব নাকি? বিজেপি ও রাজভরের কথায় কিছু হবে না।’ পাশাপাশি, ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের উপর হামলার ঘটনায় রাজ্যের যোগী আদিত্যনাথ সরকারের সমালোচনায় সরব হন তিনি। বলেছেন, ‘এটা জঙ্গলরাজের নমুনা। মানুষকে এধরনের বিদ্বেষ এড়িয়ে চলতে হবে।’ 
  • Link to this news (বর্তমান)