• লালুর বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের এবার নাম তেজস্বীরও
    বর্তমান | ০৪ জুলাই ২০২৩
  • নয়াদিল্লি: সেই ট্র্যাডিশন সমানে চলছে। সপ্তাহ খানেক আগে পাটনায় বিরোধীদের বৈঠকে বহুদিন পরে স্বমহিমায় দেখা গিয়েছিল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। দু’সপ্তাহ পরে সেই জোটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক বেঙ্গালুরুতে। তার আগেই ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই। জমির বদলে চাকরির মামলায় লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবীর বিরুদ্ধে সোমবার বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল। আকর্ষণীয় তথ্য হল, এই প্রথম সেই চার্জশিটে নাম রয়েছে লালু-পুত্র তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও। চার্জশিটে লালু পরিবারের তিন সদস্য ছাড়াও ১৪ জনের নাম রয়েছে। এর আগে গতবছরের অক্টোবরে এই মামলার প্রথম চার্জশিট জমা পড়েছিল। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ। অভিযোগ, সেই সময় এমন অনেক যুবকের রেলের গ্রুপ-ডি পদে চাকরি হয়, যাঁদের কাছ থেকে বাজারদরের তুলনায় কম দামে জমি কেনা হয়। এই ঘটনায় অভিযোগের তির যাদব পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে নেমে রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হল।
  • Link to this news (বর্তমান)