• দেশের মধ্যে প্রথম! জোকা ইএসআইতে চালু সরকারি ফাইভ-জি অ্যাম্বুল্যান্স
    এই সময় | ০৪ জুলাই ২০২৩
  • এই সময়: এক মাস আগে দেশের প্রথম ৫-জি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হয়েছিল একটি বেসরকারি হাসপাতালের হাত ধরে। এবার জোকা ইএসআই হাসপাতালের কল্যাণে সরকারি ক্ষেত্রেও আত্মপ্রকাশ করলো একই পরিষেবা। দেশে এই প্রথম। সোমবার ইএসআই ক্যাম্পাসেই এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জীবনদায়ী এই অ্যাম্বুল্যান্সটি রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রোগী পরিবহণ করুক, হাসপাতালের সঙ্গে তার নিরন্তর যোগাযোগ থাকবে ৫-জি নেটওয়ার্কের মাধ্যমে।

    জোকা ইএসআইয়ের ডিন সঞ্জয় কেশকর জানান, রোগী অ্যাম্বুল্যান্সে ওঠার পর থেকেই তাঁর রক্তচাপ, ব্লাডসুগার, শ্বাসপ্রশ্বাসের গতি এবং আনুষঙ্গিক শারীরিক মাপকাঠি মনিটর করা যাবে হাসপাতাল থেকেই। তবে রোগীর ইএসআই কার্ড থাকা বাধ্যতামূলক। যেহেতু অ্যাম্বুল্যান্সে একজন করে প্রশিক্ষিত নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট থাকবেন, তাই টেলি-মেডিসিন পদ্ধতিতে অ্যাম্বুল্যান্সে ওঠামাত্রই চিকিৎসা চালু হয়ে যাবে রোগী। সূত্রের খবর, অচিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০টি এমন ৫-জি অ্যাম্বুল্যান্স চালু করবেন সারা দেশে। অ্যাম্বুল্যান্সগুলির সবচেয়ে বড় সুবিধা হলো, পরিবহণের সময়েই সঙ্কটজনক রোগীর প্রাণ বাঁচাতে সক্ষম এই পরিষেবা। অ্যাম্বুল্যান্সে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পেশেন্ট মনিটরিংয়ের পাশাপাশি থাকছে টেলিমেট্রি পরিষেবাও যা ৫-জি সংযোগের কারণে অত্যন্ত দ্রুত রোগীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী বিনিময় করে উঠতে পারে হাসপাতালের সঙ্গে।
  • Link to this news (এই সময়)