• Narendra Modi: মোদির সভাপতিত্বে এসসিও শীর্ষ সম্মেলন, থাকবেন শি জিনপিং-পুতিন
    আজকাল | ০৪ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সম্মেলন বসবে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের।

    সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলন হবে ভার্চুয়ালি। তাতে উপস্থিত থাকবেন  ভ্লাদিমির পুতিন, শি জিনপিং সহ একাধিক বিশ্ব নেতা।  পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহের পরও রাশিয়ায় পরিস্থিতি যে তার নিয়ন্ত্রণে, রয়েছে তা তুলে ধরার বড় সুযোগ পাবেন । পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চিন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। রাশিয়া, চিন, ভারত, পাকিস্তান, কাজখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এই ৮ দেশ পূর্ণাঙ্গ সদস্য।

     এবারের এসসিও সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেখানে সদস্য দেশগুলির নেতারা ভার্চুয়ালি বৈঠক করবেন। ২০১৭ সালে এই জোটে যোগ দিয়েছিল ভারত। এবারের সম্মেলন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমী চাপে তারা যে কোণঠাসা হয়নি, তা দেখাতে চায় মস্কো। জোটের চার সদস্য কাজাখস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাশিয়ার বড় প্রভাব রয়েছে। আরেক সদস্য দেশ পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মস্কোর। আর মঙ্গলবার জোটে নতুন সদস্য হিসেবে ইরানের যোগ দেওয়ার কথা রয়েছে। দুপুর ১২টায় শুরু হবে এই সম্মেলন।  
  • Link to this news (আজকাল)