• পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ধরনের হিংসা হয়নি দাবি রাজ্য পুলিসের ডিজির
    বর্তমান | ০৫ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যে শুরু হয়েছে অশান্তি। বিভিন্ন জায়গায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনায় মৃত্যু হয়েছে দশজনের। তারপরেও রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য মঙ্গলবার ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন, এখানে বড় ধরনের কোনও হিংসা হয়নি।  দু-তিনটি ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থাও নিয়েছে পুলিস। রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হিংসার ঘটনা কমই ঘটেছে। অনেক ‘ছোট’ ঘটনাকে মিডিয়া ‘বড়’ করে দেখাচ্ছে। ডিজির পাল্টা প্রশ্ন, আপনাদের কী মনে হয়, বাংলায় সত্যি হিংসা হচ্ছে? পঞ্চায়েত নির্বাচন পর্ব ভালোভাবে মিটবে বলেই দাবি করেন তিনি। মঙ্গলবার বিহার ও ঝাড়খণ্ডের ডিজিদের নিয়ে সমন্বয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিসের শীর্ষকর্তা মনোজ মালব্য। পঞ্চায়েত ভোট ছাড়াও আন্তঃরাজ্য যে অপরাধগুলি হয়, তা নিয়েও সার্বিক আলোচনা হয় এদিন। বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাড়খণ্ড ও বাংলার সীমানায় চলবে নাকা চেকিং। যাতে পাশের রাজ্য থেকে এখানে বেআইনি আগ্নেয়াস্ত্র না-ঢোকে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে ডেটাবেস। সেখানে থাকবে ম্যানুফ্যাকচারিং ইউনিটের নাম, যে চালাচ্ছে এবং যারা সাপ্লাই দিচ্ছে, তাদের নামের তালিকা। তার ভিত্তিতে তল্লাশি চলবে বিভিন্ন জায়গায়। 
  • Link to this news (বর্তমান)