• কাল গুয়াহাটিতে বৈঠক বিজেপির, নাড্ডাকে রিপোর্ট দেবেন রাজ্য নেতারা
    বর্তমান | ০৫ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আপনারা দলীয় প্রচারেই বেশি সময় দিন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে এমনই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় পার্টি। যার ফলে আগামী ৬ জুলাই গুয়াহাটিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বৈঠকে হাজির থাকছেন না তাঁরা। পরিবর্তে রাজ্য বিজেপির অন্য নেতাদের গুয়াহাটির বৈঠকে পাঠানোর কথা ভাবা হচ্ছে। তবে দলীয় সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পর দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে। বিজেপির কেন্দ্রীয় পার্টিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেইসময়ই সমস্ত রাজ্য সভাপতি, দায়িত্বপ্রাপ্ত শীর্ষ কেন্দ্রীয় নেতা, সংগঠন-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন বিজেপি সভাপতি। দলীয় সূত্রের খবর, তিনদিনের বৈঠকে সবক’টি রাজ্য পার্টির জন্য লোকসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে পারেন জে পি নাড্ডা। ইতিমধ্যেই বাংলার জন্য লোকসভা ভোটে ৩৫টি আসন জয়ের টার্গেট তৈরি করে দিয়েছে বিজেপি। বৈঠকে বাংলা থেকে বিজেপির যে নেতারা হাজির থাকবেন, প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকেই এ নিয়ে খোঁজখবর করবেন তিনি। এ ব্যাপারে এদিন দিলীপবাবু বলেছেন, ‘আমি এবং সুকান্ত দু’জনেই পঞ্চায়েত ভোটের প্রচারে থাকব। তাই বৈঠকে যেতে পারব না।’
  • Link to this news (বর্তমান)