• অমৃতকালের নাম বদলে কর্তব্যকাল রাখলেন মোদি
    বর্তমান | ০৫ জুলাই ২০২৩
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একই স্লোগান বেশিদিন পছন্দ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২০১৪ সাল থেকে যত প্রকল্প সরকার ঘোষণা করেছেন, কম বেশি সেই সংখ্যকই স্লোগান উপহার দিয়েছেন। ঘুরিয়ে ফিরিয়ে সব স্লোগান বিভিন্ন সময় দল ও সরকারের অনুষ্ঠান তথা ভাষণে ব্যবহার করা হয়। কিন্তু এ পর্যন্ত সবথেকে স্বল্পায়ু হিসেবে চিহ্নিত হয়ে রইল মোদির প্রিয় স্লোগান, ‘অমৃতকাল’। ২০২১ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপুর্তির সূত্রপাতে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভারত সেই ১৫ আগস্ট থেকে প্রবেশ করেছে অমৃতকালে। যা পরবর্তী ২৫ বছর ধরে চলবে। অর্থাৎ ২০২২ সাল থেকে ২০৪৭ সাল পর্যন্ত। অর্থাৎ ভারতের স্বাধীনতার শততম বর্ষ পর্যন্ত চলবে ভারতের অমৃতকাল। এরপর থেকে অমৃতকাল স্লোগান নানাভাবে ব্যবহার করা হয়েছে। এমনকী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেটের নামও দিয়েছিলেন অমৃতকালের বাজেট। কিন্তু ২০২২ সালে স্বাধীনতার হীরকজয়ন্তীর ক্ষণ থেকে পরবর্তী স্বাধীনতা দিবস আসা পর্যন্তও অপেক্ষা করা হল না। এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই অমৃতকাল স্লোগানের পরিসমাপ্তি ঘটল। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের পুত্তাপূর্তিতে হীরা সাঁই গ্লোবাল কনভেনশন সেন্টারের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মোদি বলেছেন, অমৃতকালের নাম এবার থেকে পালটে করা হল কর্তব্যকাল। এর আগে  দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত রাস্তার নাম রাজপথ থেকে বদলে করা হয়েছিল কর্তব্যপথ। এবার অমৃতকাল পালটে যাচ্ছে কর্তব্যকালে। এই কর্তব্যকাল হল মোদির নবতম স্লোগান। তবে অমৃতকালের সময়সীমা হওয়ার কথা ছিল ২০৪৭ সাল পর্যন্ত। সেটা এখনই কেন বন্ধ করে দেওয়া হল সেই প্রশ্ন তুলে কটাক্ষও করেছে বিরোধীরা। 

    ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ঝাঁকে ঝাঁকে স্লোগানের জন্ম হয়েছে মোদি সরকারের অন্দরে। আচ্ছে দিন, সবকা সাথ সবকা বিশ্বাস, স্বচ্ছ ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, মেক ইন ইন্ডিয়া। ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্ন্যান্স। এক ভারত শ্রেষ্ট ভারত। ইত্যাদি। মঙ্গলবার মোদি বলেছেন, আগামী ২৫ বছর ভারতের এবং প্রতিটি ভারতবাসীর প্রধান অগ্রাধিকার হতে চলেছে কর্তব্য। স্বাধীনতার ১০০ বছরে পা রাখার জন্য আমরা অমৃতকালের নাম বদলে এখন থেকে রাখছি কর্তব্যকাল। বিরোধীদের পক্ষ থেকে এদিন মোদির এই নামবদলকে কটাক্ষ করে বলা হয়েছে, এত অল্প সময়ের মধ্যে অমৃতকাল চলে গেল? কখন এল, কখন চলে গেল, বুঝতেই পারা গেল না! 
  • Link to this news (বর্তমান)