• এবার ইডি অফিসে হাজিরা অনিলের স্ত্রী টিনা আম্বানির
    বর্তমান | ০৫ জুলাই ২০২৩
  • মুম্বই (পিটিআই): সোমবার মুম্বইয়ে ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়। ওই একই মামলায় মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিলেন অনিলের স্ত্রী টিনা আম্বানি। জানা গিয়েছে, ফেমা (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ১৯৯৯)-র একাধিক ধারায় মামলা করে তদন্তে নেমেছে ইডি। সেই সূত্রেই এদিন টিনাকে জেরা করা হয়। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সূত্রের খবর, বিদেশে থাকা অঘোষিত সম্পত্তি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতেই অনিল-টিনার বিরুদ্ধে তদন্ত চলছে। এই সপ্তাহের শেষে ফের অনিল আম্বানি ইডি অফিসে হাজিরা দিতে পারেন বলে জানা গিয়েছে। জার্সি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসে থাকা একাধিক কাগুজে কোম্পানির সঙ্গে আম্বানি দম্পতির যোগসূত্রের অভিযোগ খতিয়ে দেখতেই তদন্ত চালাচ্ছে ইডি। এর আগে ইয়েস ব্যাঙ্কের শীর্ষ কর্তা রানা কাপুর ও অন্যান্যদের বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলার সূত্রে ২০২০ সালে অনিলকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ৪২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গত আগস্টে আয়কর বিভাগ অনিল আম্বানিকে নোটিস পাঠিয়েছিল।
  • Link to this news (বর্তমান)