• বিজেপি প্রচারে এলে জোট বেঁধে কাজের হিসেব নিন: অভিষেক
    বর্তমান | ০৫ জুলাই ২০২৩
  • পিনাকী ধোলে, নারায়ণগড়: বিজেপি নেতারা প্রচারে এলে জোট বেঁধে তাঁদের কাছে কাজের হিসেব নিন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভা থেকে এই পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। তিনি বলেন, ইতিহাস শিখিয়েছে, গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। বুলেটের চেয়ে ব্যালটের শক্তিই বেশি। সেই মানুষের ভোটে জিতে ক্ষমতায় এসে জনগণকেই বঞ্চিত করছে বিজেপি সরকার। পনেরো লক্ষ টাকা, দু’কোটি বেকারের চাকরি সহ নানা প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু একটি প্রতিশ্রুতিও পূরণ করেননি। ঘুরিয়ে একশো দিনের কাজ, আবাস যোজনা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এদিকে নির্বাচন আসতেই বিজেপি নেতারা  প্রতিশ্রুতির ঝুলি নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। তাই জোট বেঁধে তাঁদের কাছে কাজের হিসেব নিতে হবে।

    এদিন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন অভিষেক। গত দশ বছরের সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তার হিসেব দেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে কত মানুষ উপকৃত হয়েছেন, সেই পরিসংখ্যান তুলে ধরেন। তৃণমূল সরকারের প্রতিশ্রুতি পূরণের সঙ্গে তুলনা টানেন বিজেপির ‘মিথ্যাচারের’। তিনি বলেন, ‘একাধিক প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু একটিও পূরণ করেনি।’এরপরেই বিজেপিকে নিশানা করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্প বাবদ বাংলার মানুষের ১ লক্ষ ১৫হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর সেই টাকায় উত্তরপ্রদেশে রামমন্দির বানানো হচ্ছে। ২০০০ কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তায় বিজেপি নেতাদের বাড়ি হচ্ছে। সাড়ে আট হাজার কোটি দিয়ে অত্যাধুনিক বিমান কিনে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন মোদি।’ এরপরেই বিজেপিকে একহাত নেন অভিষেক। তিনি বলেন, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ সহ ১২টি রাজ্যে বিজেপির কিংবা বিজেপির শরিক ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যেও বিজেপি অন্তত এক হাজার টাকা করে দিতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় নেব। এরপরেই তাঁর কটাক্ষ, যে মানুষের অধিকারের টাকা আটকে রেখেছে, সে কীভাবে অনুদান দেবে?
  • Link to this news (বর্তমান)