• পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের।
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৩
  • কলকাতা:- কলকাতা হাইকোর্টের নির্দেশমতো প্রতিটি ভোট কেন্দ্রে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী ও অর্ধেক রাজ্য পুলিশ মোতায়েন করার নির্দেশ দিল। বুথে বুথে একজন করে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকার নির্দেশ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা দেখার দায়িত্বে থাকবেন আইজি বিএসএফের একজন নোডাল অফিসার। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন প্রতি বুথে একজন করে রাজ্য পুলিশ এবং একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। বুথের ভেতরে আইনশৃঙ্খলা সুনিশ্চিত করার দায়িত্ব প্রিসাইডিং অফিসারের। ভোট গণনা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। ভোট কর্মীদের নিরাপত্তার কথা ভেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে জানানো হয়। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী এবং বাকি প্রায় ৭০ হাজার রাজ্য পুলিশ মোতায়ন করা হবে। রাজ্য সরকার দাবি করেছিল ৭০% থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। বাকি ৩০% থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সেই আবেদন এদিন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
    প্রথমে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন রাজি হয়নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। কিন্তু সেখান থেকে আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় মামলা। কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হবে সেটাও ঠিক করতে চাইছিল না কমিশন। শেষে তা নিয়ে সিদ্ধান্ত হলেও কোথায় কী বাহিনী বণ্টন হবে সেটা ঠিক করে দিয়েছে হাইকোর্ট।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)