• Virat Kohli: দলের জন্য আত্মত্যাগ, শেষ ওভারে কার্তিককেই স্ট্রাইকে থাকতে বলেন কোহলি
    আজকাল | ০৪ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ২৮ বলে ৪৯ রানে ব্যাট করছেন।

    বাকি একটা ওভার। যার শুরুতে স্ট্রাইকে দীনেশ কার্তিক। অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা যেকোনও ব্যাটারই তাঁর ব্যাটিং পার্টনারকে একটা রান নেওয়ার অনুরোধ করবেন। তাতে অন্যায়ও নেই। কিন্তু সম্পূর্ণ বিপরীত কাজ করলেন বিরাট। দলের স্বার্থে মহানুভবতার পরিচয় দিলেন প্রাক্তন নেতা। কার্তিক তাঁকে স্ট্রাইক দিতে চান। কিন্তু নিতে চাইলেন না কোহলি। ডিকে ভাল খেলছে দেখে তাঁকেই গোটা ওভার খেলতে বলেন বিরাট। অর্ধশতরান থেকে মাত্র এক রান দূরে ছিলেন। হাতে ছ'টা বল ছিল। অনায়াসেই নিজের ৫০ রান সম্পূর্ণ করতে পারতেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪তম অর্ধশতরান করার সুযোগ ছিল কোহলির সামনে। কিন্তু দলের কথা ভেবে আত্মত্যাগ করেন প্রাক্তন নেতা। এদিন একজন আদর্শ টিমম্যানের পরিচয় দেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরান বিরাটের। এর নিরিখে কিছুটা পিছিয়ে রোহিত শর্মা। রবিবার আরও একটি অর্ধশতরানে আরও একধাপ এগিয়ে যেতে পারতেন প্রাক্তন নেতা। কিন্তু উদার মনের পরিচয় দিলেন। কার্তিককে রান নিতে নিষেধ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাক্তন নেতার প্রশংসায় নেটাগরিকরা। 
  • Link to this news (আজকাল)