• Sourav Ganguly: পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন সৌরভ, চুটিয়ে উপভোগ করছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব 
    আজকাল | ০৪ অক্টোবর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় চুটিয়ে পুজো কাটাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।

    সোমবার সকালে অষ্টমীর অঞ্জলিও দিলেন নিজের পাড়ার পুজোয়। এদিন সকাল সকাল হলুদ পাঞ্জাবি পরে বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় হাজির হন বোর্ড সভাপতি। এই পুজো সৌরভের পাড়ার পুজো বলেই পরিচিত। বরাবরই এখানে দেখা যায় তাঁকে। এবারও অন্যত্র নয়। দাদা স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে অষ্টমীর অঞ্জলী দেন সৌরভ। সপ্তমীর দিনও বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় হাজির ছিলেন মহারাজ। এই মণ্ডপও নিজেই উদ্বোধন করেন। এবার ৫০ বছরে পড়েছে এই পুজো। সেই উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। মণ্ডপের মধ্যে একটি বিশেষ গ্যালারি করা হয়েছে। সেখানে সৌরভের ব্যবহৃত একাধিক ক্রীড়া সরঞ্জাম রাখা হয়েছে। এটাই এবারের বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর বিশেষ আকর্ষণ। যার ফলে বেহালার এই পুজোয় ভিড় জমাচ্ছে সৌরভ ভক্তরা।‌ এবার পুরো পুজো কলকাতাতেই কাটাচ্ছেন বোর্ড সভাপতি। ঝুলনের সঙ্গে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করেন সৌরভ। সেদিন মণ্ডপের বিশেষ গ্যালারিরও উদ্বোধন করেন। সাধারণত বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিজের পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন বোর্ড প্রধান। সপ্তমীর দিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াদের পুজোয় গিয়েছিলেন সৌরভ। বাঙালির পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে পেট পুজো। ভোজনরসিক বলেই পরিচিত সৌরভ। কিন্তু স্বাস্থ্যের জন্য কিঞ্চিৎ সাবধানতা অবলম্বন করেই চলছে পুজোর খাওয়া-দাওয়া। 
  • Link to this news (আজকাল)