• Nepal: ফের নেপালে বিমান দুর্ঘটনা, মৃত ৫ বিদেশি পর্যটক-সহ ৬
    আজকাল | ১১ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বড়সড় বিমান দুর্ঘটনা নেপালে।

    দুর্ঘটনায় ৫ জন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতেরা সকলেই মেক্সিকোর বাসিন্দা। 

    নেপালের অসামরিক বিমান পরিবহণ দপ্তর সূত্রে খবর, যাত্রীবাহী হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে উড়েছিল। মাউন্ট এভারেস্ট পরিদর্শনই ছিল পর্যটকদের উদ্দেশ্য। মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

    হেলিকপ্টারে একজন ক্যাপ্টেন ছাড়া ৫ জন পর্যটক ছিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে মাউন্ট এভারেস্টের কাছে লামঝুরায় বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে। গ্রামবাসীরা তড়িঘড়ি করে ৫টি মৃতদেহ উদ্ধার করেন। হেলিকপ্টারের ক্যাপ্টেনও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, পাহাড়ের চূড়ায় কোনও গাছে ধাক্কা লেগেই বিমান দুর্ঘটনাটি ঘটেছে। 

    উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারি মাসে নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল। 
  • Link to this news (আজকাল)