• Jasprit Bumrah: আয়ারল্যান্ড সিরিজে ফিরতে পারেন বুমরা
    আজকাল | ১৭ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: গতবছর থেকে মাঠের বাইরে যশপ্রীত বুমরা।

    ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে দ্রুত মাঠে ফিরতে চলেছেন ভারতের একনম্বর পেসার। আয়ারল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন বুমরা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বুমরাকে আবার আগের মতো পুরোদমে বল করতে দেখা যাচ্ছে। একটি সর্বভারতীয় দৈনিক অনুযায়ী, আয়ারল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন বুমবুম।‌ এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাবে বোর্ড। যেভাবে উন্নতি করছেন ভারতীয় পেসার, আগস্ট মাসে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, কয়েকটা প্র্যাকটিস ম্যাচেও খেলবেন বুমরা। বোর্ডের এক কর্তা বলেন, 'এইধরনের চোটের ক্ষেত্রে টাইমলাইন সেট করা যায় না। ক্রমাগত পর্যবেক্ষণ দরকার। তবে বুমরা উন্নতি করছে। এনসিএর নেটে সাত ওভার বল করেছে। শুরুতে হালকা ওয়ার্কআউট করছে। পরের মাসে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তখন ওর ফিটনেস পরীক্ষা করা হবে।' টিম ইন্ডিয়ার প্রাক্তন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসন জানান, বুমরাকে মাঠে ফেরাতে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। 
  • Link to this news (আজকাল)