• Durand Cup: মণিপুরে হবে না কোনও ম্যাচ, ডুরান্ড ফাইনাল আবার কলকাতায়
    আজকাল | ১৭ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: মণিপুরের অস্থির পরিস্থিতির জন্য এবার ডুরান্ড কাপের কোনও ম্যাচ হবে না।

    গতবছর যে তিন রাজ্যে খেলা হয়েছিল তারমধ্যে ছিল ইম্ফল। কিন্তু গত কয়েকমাস ধরে মণিপুরে যে হিংসার পরিস্থিতি তাতে সেখানে কোনও ম্যাচ রাখা যাবে না বলে জানিয়েছে ভারতীয় সেনা। অসম, মেঘালয় এবং বাংলায় হবে ডুরান্ড কাপের ম্যাচ। গতবারের মতো এবারও ফাইনাল কলকাতায়। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের লেফট্যানেন্ট জেনারেল আরপি কালিতা বলেন, 'গতবছর মণিপুরে ডুরান্ড কাপের ম্যাচ হয়েছিল। কিন্তু এখন না পরিস্থিতি তাতে ওখানে কোনও ম্যাচ করা যাবে না।' গতবছর ইম্ফলে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবারও মণিপুরেই উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়েছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল। একই গ্রুপে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। এ, বি, সি গ্রুপের বেশিরভাগ ম্যাচ কলকাতায়। গুয়াহাটি এবং কলকাতা ছাড়া কোকড়াঝাড় এবং শিলংয়ে হবে ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলো। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান এবং নেপালের দলও অংশ নেবে। 
  • Link to this news (আজকাল)