• Mamata-Abhishek: ২১ জুলাইয়ের প্রচারে হোর্ডিং-ব্যানারে কেবল মমতা-অভিষেকের ছবি
    আজকাল | ১৭ জুলাই ২০২৩
  • আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের আগে বড় নির্দেশিকা দিল রাজ্যের শাসক দল।

    দলীয় সূত্রের খবর,  নির্দেশ এসেছে, ২১শের সমাবেশের প্রচারের কোনও হোর্ডিং, ব্যানারে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ছাড়া থাকবে না আর কারও ছবি। জুলাইয়ের এই সময় তৃণমূলের ব্যস্ততা থাকে তুঙ্গে। কারণ, ২১ জুলাইয়ের সমাবেশ। সেদিন ধর্মতলায় জমায়েত হন দলের নেতা, নেত্রী, কর্মী সমর্থকরা। ১৯-২০ তারিখ থেকে জেলা থেকে আসতে শুরু করেন কর্মী, সমর্থকরা। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, থাকেন অভিষেক ব্যানার্জি সহ দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। আর সবকিছুর প্রস্তুতি শুরু হয় তার আগে থেকেই।
    এবার পঞ্চায়েত ভোট মেটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ২১শের  প্রস্তুতি। তার মাঝেই নেতা কর্মীদের কাছে গেল দলের বার্তা। বলা হল, শহিদ দিবসের সমাবেশের প্রচারের সমস্ত হোর্ডিং, ব্যানারে থাকবে কেবল দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি। পাশাপশি দেওয়াল লিখন কীভাবে হবে, তাও বলে দিয়েছে দল।
  • Link to this news (আজকাল)