• জোরালো ভূমিকম্প আলাস্কায়, সুনামি সতর্কতায় পথে স্থানীয়রা
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • ওয়াশিংটন: জোরালো ভূমিকম্পে দুলে উঠল আমেরিকার আলাস্কা উপদ্বীপ।  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.৪। মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪৮ নাগাদ প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। কম্পনের উৎসস্থল ছিল আলাস্কার স্যান্ডপয়েন্ট থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণে। ঘটনার পরই পালমারের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে আলাস্কার উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। আলাস্কার কোডিয়াকসহ বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতায় রাতেই সাইরেন বাজানো শুরু হয়ে যায়। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেড়িয়ে আসে স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। 

    উল্লেখ্য, প্রাকৃতিক কারণেই এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা’ পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকা। আর এরই অংশ আলাস্কা উপদ্বীপ। ফলে প্রায়শই এখানে কমবেশি ভূমিকম্পের ঘটনা ঘটে। ১৯৬৪ সালে এক ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী ছিল এই আলাস্কা উপদ্বীপ। সেবার ৯.২ মাত্রার ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে যায় গোটা অ্যাঙ্কোরেজ এলাকা। 
  • Link to this news (বর্তমান)