• নিজেদের মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য, চুক্তি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • আবুধাবি: ডলার নির্ভরতা কাটাতে আরও এককদম এগল ভারত। নিজ নিজ দেশের মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেনের বিষয়ে সমঝোতা হল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির। ঠিক হয়েছে, এবার ভারত টাকায় এবং আমিরশাহি দিরহামে তাদের বাণিজ্যের বিল মেটাবে। এই নিয়ে শনিবার দু’টি সমঝোতা স্মারকপত্র বা মউ স্বাক্ষর করেছে রিজার্ভ ব্যাঙ্ক এবং আমিরশাহির কেন্দ্রীয় ব্যাঙ্ক সিবিইউএই। আবুধাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়েছে।  রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং সিবিইউএই-র গভর্নর খালেদ মহম্মদ বালামা সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন । এখন ডলার কেন্দ্রিক আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন হয় সুইফট ব্যবস্থার মাধ্যমে। 

    মউ অনুযায়ী, এবার রুপি এবং দিরহাম লেনদেনের জন্য লোকাল কারেন্সি সেটলমেন্টল সিস্টেম (এলসিএসএস) গড়ে তোলা হবে। দুই দেশের আমদানি এবং রপ্তানিকারীরা বাণিজ্যের বিল মেটাতে এলসিএসএস ব্যবহার করবে। এই চুক্তি প্রসঙ্গে আরবিআই জানিয়েছে, ভারতের ইউপিআই এবং আরব আমিরশাহির আইপিপি প্ল্যাটফর্মকেও এর সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে আমিরশাহীতে কর্মসূত্রে বসবাসকারী ভারতীয়রাও দেশে অর্থ পাঠাতে পারবেন সহজে। ধাপে ধাপে এরসঙ্গে  কার্ড টু কার্ড পেমেন্ট ব্যবস্থায় যুক্ত করা হবে ভারতের রুপে সুইচ এবং ইউএইসুইচকেও। লেনদেনের পর মেসেজিংয়ের জন্য দুই দেশের স্থানীয় ব্যবস্থাও একই প্ল্যাটফর্মের আওতায় আসবে।
  • Link to this news (বর্তমান)