• বুলডোজার দিয়ে ভাঙা হল মন্দির
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • করাচি: পাকিস্তানে ভেঙে দেওয়া হল দেড়শো বছরের পুরনো একটি মন্দির। শুক্রবার রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় করাচির সৈনিক বাজারের মারি মাতার মন্দির। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল বহু পুলিস। মন্দির ভাঙায় ক্ষুব্ধ ভক্তরা। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো এই মন্দিরকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল আগেই। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত। প্রশাসনের এই যুক্তি মানতে পারছেন না অনেকেই। পাশেই রয়েছে শ্রীপঞ্চমুখী হনুমান মন্দির। সেই মন্দিরের তত্ত্বাবধায়ক রাম মিশ্র মহারাজ বলেন, ‘আমাদের না জানিয়েই এই মন্দির ভেঙে ফেলা হল। সামনের অংশ অক্ষত রয়েছে। তবে ভিতরের আর কোনও কিছুই অবশিষ্ট নেই।’ তাঁর আরও অভিযোগ, করাচির কেন্দ্রস্থলে অবস্থিত ১২০০ থেকে ১৫০০ বর্গফুটের ওই জায়গাটির উপর জমি মাফিয়া এবং আবাসন নির্মাণকারীদের বহুদিন ধরেই লোভ। পুলিস জানিয়েছে, করাচির মাদ্রাসি হিন্দু সম্প্রদায় এই মন্দির চালাত। তাদের অনুমতি নিয়েই মন্দির ভাঙা হয়েছে। মন্দিরের বিগ্রহগুলিকে অন্যত্র সরানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)