• পড়ুয়াদের খাবারে বিষ,চীনের প্রাথমিক স্কুলের শিক্ষিকার ফাঁসি
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • বেজিং: প্রাথমিক স্কুলের ২৫ খুদে পড়ুয়ার খাবারে বিষ মিশিয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছিল খোদ শিক্ষিকার বিরুদ্ধে। চার বছর আগের এই ঘটনায় মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার। মামলা গড়ায় আদালতে। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হন ওয়াং উন নামে ওই মহিলা। তাঁকে মৃত্যুদণ্ড দেয় চীনের হেনান প্রদেশের আদালত। সেদিনই ফাঁসিতে ঝোলানো হয় ওয়াংকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই পড়ুয়াদের সামলানো নিয়ে স্কুলের এক সহকর্মীর সঙ্গে ঝামেলা চলছিল ওয়াংয়ের। প্রতিশোধ নিতে প্রথমে তিনি সোডিয়াম নাইট্রাইট কিনে আনেন। ২০১৯ সালের ২৭ মার্চ খুদে পড়ুয়াদের জন্য রান্না করা খাবারে সেই রাসায়নিক মিশিয়ে দেন। খাবার থেকে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ২৫ জন পড়ুয়া। বাকিরা সুস্থ হলেও ঘটনার ১০ মাস পর এক পড়ুয়ার মৃত্যু হয়। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। তদন্তে নেমে ওয়াংয়ের ওই কীর্তির কথা জানতে পারে পুলিস। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ওই শিক্ষিকার ন’মাসের জেল হয়। তারপর বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত হয় ওয়াং। দেওয়া হয় মৃত্যুদণ্ড। সেদিনই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তদন্তে জানা গিয়েছে, ২০১৭ সালে স্বামীর চায়েও সোডিয়াম নাইট্রাইট মিশিয়ে দিয়েছিল অভিযুক্ত। অবশ্য সেই ঘটনায় প্রাণে বেঁচে যান ওয়াংয়ের স্বামী।
  • Link to this news (বর্তমান)