• আগাথা ক্রিস্টির বাসভবনে আটক প্রায় ১০০ পর্যটক
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • লন্ডন: ১০ জন অপরিচিত ব্যক্তি। ইংল্যান্ডের ডেভনে এক নির্জন বাড়িতে আটকা পড়েন আচমকা। ধীরে ধীরে গল্প গতি নেয় রহস্যের বাঁকে। ‘অ্যান্ড দেয়ার ওয়্যার নান’ উপন্যাসের প্লট এভাবেই বুনেছিলেন রহস্যসম্রাজ্ঞী আগাথা ক্রিস্টি। রহস্য কাহিনিই এবার বাস্তবের মাটি দেখল ডেভনে, লেখিকার বাড়িতেই। গত ১৪ জুলাই আগাথা ক্রিস্টির বাসভবন ‘গ্রিনওয়ে’ মিউজিয়ামে আটকা পড়েন শতাধিক পর্যটক। 

    স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন লেখিকার বাসভবনে ঘুরতে এসেছিলেন বেশ কয়েকজন পর্যটক। আচমকাই খারাপ আবহাওয়ার কারণে ‘গ্রিনওয়ে’র সামনের রাস্তায় একটি বড় গাছ পড়ে যায়। কার্যত অচল হয়ে পড়ে রাস্তাটি। ক্রিস্টির বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ন্যাশানাল ট্রাস্ট নিজেদের ওয়েবসাইটে রাস্তা বন্ধ হওয়ার ঘটনাটি লিখে জানায়, ‘যাঁরা ভিতরে রয়েছেন, পরবর্তী কিছু সময়ের জন্য তাঁরা বাইরে বেরতে পারবেন না।’ প্রায় সাতঘণ্টা ধরে পরিষ্কার করা হয় বাড়ি সংলগ্ন রাস্তাটি। তারপর অতিথিরা নিরাপদে বাইরে যেতে পারেন। 
  • Link to this news (বর্তমান)