• আইফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বরিস জনসন, সমস্যা হবে না তদন্ত কমিটির
    বর্তমান | ১৭ জুলাই ২০২৩
  • লন্ডন: ব্রিটেনে কোভিড নিয়ে তদন্তে নয়া মোড়। পাসওয়ার্ড সমস্যা মিটে যাওয়ায় হিদার হ্যালেটের নেতৃত্বাধীন কমিটি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পুরনো আইফোনটি পরীক্ষা করে দেখতে পারবে। ‘ফিনান্সিয়াল টাইমস’ জানিয়েছে, ২০২১ সালের মে মাস থেকে বরিস সংশ্লিষ্ট ফোনটি ব্যবহার করছেন না। সেই আইফোনটির পাসওয়ার্ড ভুলে যাওয়ায় ফোনটি তিনি কিছুতেই ‘আনলক’ করতে পারছেন না। কিন্তু, তদন্তের স্বার্থে এই ফোনের তথ্যগুলি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। কারণ, করোনা মহামারীর সময়ে জনসন এই আইফোনটিই ব্যবহার করতেন। সম্ভবত এই ফোনেই ২০২০ সালে লকডাউনের ঘোষণা সম্পর্কিত ‘মেসেজ’ (হোয়াটসঅ্যাপ সহ) রয়েছে। জনসন জানিয়েছিলেন, পুরনো আইফোনের পিন নম্বর সম্পর্কে তাঁর ‘আবছা স্মৃতি’ রয়েছে। আশঙ্কা ছিল, আইফোনটি অন্য উপায়ে ‘আনলক’ করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। মূল বার্তাগুলি মুছে যেতে পারে। কিন্তু, সরকার তাঁর ফোনের পাসওয়ার্ড কী, তা বের করেছে।  জনসনের এক সহযোগী ‘ফিনান্সিয়াল টাইমস’-কে জানিয়েছেন, ‘বরিসের পিন নম্বর মনে নেই, এটা ঠিক নয়। আসলে উনি সঠিক পাসওয়ার্ড সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত নন। কিন্তু, সরকার নিজস্ব উপায়ে পিন নম্বর খুঁজে পেয়েছে।’ ‘পলিটিকো’ জানিয়েছে, এই পাসওয়ার্ড জনসনের থেকেও সরকার নিযুক্ত ‘প্রযুক্তি বিশেষজ্ঞ’দের বেশি কাজে লাগবে। বরিস জানিয়েছেন, ডিভাইসটি নিরাপদে চালু করা গেলে তদন্তের স্বার্থে আইফোনের মেসেজগুলি শেয়ার করতে তাঁর কোনও আপত্তি নেই। 
  • Link to this news (বর্তমান)